Saturday, March 23, 2019

নিঃস্ব 

মীমি খন্দকার








আমি নিঃস্ব কবি, নিঃস্ব সবই, নিঃস্ব আমার মন 
নিঃস্বতা আজ বিরাজ করে আমায় সারাক্ষণ
নিঃস্ব দেহে নিঃস্ব কেউহে হয় নারে আপন 
আমি নিঃস্ব কবি , নিঃস্ব সবই , নিঃস্ব আমার মন।

অর্থ কড়ি জীবন ঘড়ি, নাইরে কোন লাভ
জীবন সে তো নিঃস্ব হবে করে অনেক পাপ
পূর্ণ বিন্দু শূন্যতে সে নিঃস্ব করবে রাজ 
রাজ্য রাণী বৃথা বাণী অকল্যাণের সাজ 
আমি নিঃস্ব কবি, নিঃস্ব সবই , নিঃস্ব আমার মাঝ।

অক্ষি দর্শন লক্ষ্মী মরণ হয় নারে তার কোন কারণ
উর্বীতে নয়রে কেহ চিরদিনের জন্মগ্রহণ
পার্থিবকে করেছি কেন মোরা মোদের মনের মতন
মোরা নিঃস্ব কবি,  নিঃস্ব সবই, নিঃস্বই আপন জন।

No comments: