Thursday, March 21, 2019

রাজনীতি


শাকিলা সাকিল




রাজনীতি আজ কাল ধোঁয়ার আঁধারে গেছে ঢেকে
বিড়ালের আজ বাঘ হয়েছে, আমায় গেছে রেখে।

নন্দন লাল আজ কুন্দন ছাড়া, পেপার পত্রিকা গেছে হারা
দেশের দেখবে কে ? আহ্ আজ দেশকে দেখবে কে!

কৃষক হল আস্ত পাঁজি, নৌকা নিয়ে যায় গো মাঝি
রাখাল বাজায় বাঁশে বাঁশি, আপন একলা মনে ।

আহ্ দেশের দেখবে কোন জনে, দেশের দেখবে কোন জনে?


আয়রে ধমকেতু আয়, বাংলা বুক ছেয়ে যাই
রাজনীতি আজ গুল্লি মারি,বাংলা যে মুক্তি চাই।

No comments: