(৭ মে ১৮১২ – ১২ ডিসেম্বর ১৮৮৯), একজন ইংরেজ কবি ও নাট্যকার। তিনি ভিক্টোরিয়ান যুগের একজন প্রসিদ্ধ কাব্য-নাট্যকার ছিলেন। তার কবিতা বিদ্রূপ, চরিত্রায়ণ, হাস্যরস, সামাজিক ভাষ্য, ঐতিহাসিক ঘটনার বর্ণনা ইত্যাদি কারণে জনপ্রিয় ছিল। তার বেশিরভাগ কাব্যে গল্পকার হিসাবে একজন বাদক বা চিত্রকরকে দেখা যায়। মূলত রূপক হিসাবে এই চরিত্রগুলো তিনি তার লেখায় ব্যবহার করেছেন।
শৈশব
রবার্ট ব্রাউনিং এর মা ছিলেন একজন পিয়ানোবাদক। তার পিতা ছিলেন একজন ব্যাংক কর্মচারী। তিনি একাধারে একজন শিল্পী, পণ্ডিত ও প্রত্নতাত্ত্বিক হিসাবেও পরিচিত ছিলেন। তার প্রাচীন ও দুষ্প্রাপ্য চিত্র ও বই এর এক বিশাল সংগ্রহ ছিল। তিনি ল্যাটিন, ফ্রেঞ্চ, গ্রিক, হিব্রু ও ইতালীয় ভাষায় লেখা প্রায় ছয় হাজারেরও বেশি বই এর এক বিশাল সংগ্রহ গড়ে তুলেছিলেন। ব্রাউনিং এর শিক্ষার একটি বড় অংশই এসেছিল তার পিতার কাছ থেকে। স্কুলের বাঁধাধরা নিয়ম কানুন তিনি পছন্দ করতেন না। তবে ছোটবেলা থেকেই তিনি খুব মনোযোগী ছাত্র ছিলেন। ধারণা করা হয় যে, মাত্র পাঁচ বছর বয়সেই তিনি লিখতে ও পড়তে পারতেন।[৩]
সাহিত্য জীবন
ব্রাউনিং এর সাহিত্যজীবনের শুরুটা খুব সফল হলেও তিনি সেই সফলতা খুব বেশিদিন ধরে রাখতে পারেননি। তার লেখা প্রথম দীর্ঘ কবিতা পলিন (Pauline) দান্তে গ্রাবিয়েল রসেটির দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিল। এর পরের কবিতা প্যারাসেলসাস (Paracelsus) ওয়ারর্ডসওয়ার্থ ও ডিকেন্স কর্তৃক প্রশংসিত হয়। কিন্তু ১৮৪০ সালে তার লিখিত দুর্বোধ্য কাব্য সরডেলো (Sordello) কোন জনপ্রিয়তা পায়নি। ১৮৪৬ সালে ব্রাউনিং আর একজন ইংরেজ কবি এলিজাবেথ ব্যারেটকে বিয়ে করেন। সেই সময়ে এলিজাবেথ তার চেয়ে বেশি জনপ্রিয় ছিলেন। বিয়ের পর তারা ইটালি চলে যান। সেখানে ১৯৪৯ সালে রবার্ট পেন ব্রাউন নামে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। ১৮৬১ সালে এলিজাবেথা মারা যান। এরপর রবার্ট ব্রাউনিং তার ছেলেকে নিয়ে লন্ডনে ফিরে আসেন।[৪]
তার উল্লেখযোগ্য লেখাগুলো হল,
- Asolando: Fancies and Facts (1889)
- Christmas-Eve and Easter-Day (1850)
- Complete Poetic and Dramatic Works of Robert Browning (1895)
- Dramatic Idyls (1879)
- Dramatic Idyls: Second Series (1880)
- Ferishtah’s Fancies (1884)
- Jocoseria (1883)
- La Saisiaz, and The Two Poets of Croisicv (1878)
- Men and Women (1855)
- New Poems by Robert Browning and Elizabeth Barrett Browning (1914)
- Pacchiarotto and How He Worked in Distemper, with Other Poems (1876)
- Paracelsus (1835)
- Parleyings with Certain People of Importance in Their Day (1887)
- Pauline: A Fragment of a Confession (1833)
- Red Cotton Night-Cap Country; or, Turf and Towers (1873)
- Sordell (1840)
- The Brownings to the Tennysons (1971)
- The Inn Album (1875)
- The Ring and the Book (1868)
- Two Poems (1854)
রবার্ট ব্রাউনিং লিখিত গদ্যসাহিত্যের মধ্যে অন্যতম,
- Browning to His American Friends (1965)
- Dearest Isa: Browning’s Letters to Isa Blagden (1951)
- Learned Lady: Letters from Robert Browning to Mrs. Thomas FitzGerald 1876-1889 (1966)
- Letters of Robert Browning Collected by Thomas J. Wise (1933)
- New Letters of Robert Browning (1950)
- Robert Browning and Julia Wedgwood: A Broken Friendship as Revealed in Their Letters (1937)
- The Letters of Robert Browning and Elizabeth Barrett, 1845-1846 (1969)
- Thomas Jones, The Divine Order: Sermons (1884)
রচিত বিখ্যাত নাটক,
- Aristophanes’ Apology (1875)
- Balaustion’s Adventure, Including a Transcript from Euripides (1871)
- Bells and Pomegranates, No. IV - The Return of the Druses: A Tragedy in Five Acts (1943)
- Bells and Pomegranates. No. I - Pippa Passes (1841)
- Bells and Pomegranates. No. II - King Victor and King Charles (1842)
- Bells and Pomegranates. No. III - Dramatic Lyrics (1842)
- Bells and Pomegranates. No. V - A Blot in the ‘Scutcheon: A Tragedy in Five Acts (1843)
মৃত্যু
১২ ডিসেম্বর ১৮৮৯ সালে ইতালির ভেনিসে তার পুত্রের বাড়িতে রবার্ট ব্রাউনিং মারা যান। ওয়েস্ট মিনিস্টার এ্যবের পোয়েটস কর্নারে তার সমাধি আছে। সেখানে তিনি শায়িত আছেন আর এক বিখ্যাত ইংরেজ কবি লর্ড টেনিসনের পাশে।
No comments:
Post a Comment