লকডাউনের কাব্য
শুভম রায়
একলাই নয় কেটে যাবে শেষ একুশ!
আজ বড়ই অসহায় সভ্যতার মুখোশ পরে থাকা মানুষ
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন হয়েছে আজ পর
বেঁচে থাকার লড়াইয়ে সভ্যতাকে দিতে হচ্ছে উচ্চ কর।
হয়েছে শুরু লকডাউন, বন্ধ হয়েছে যুগের দৌড়।
মৃত্যুর মুখে ঢলে পড়েছে যুগের প্রৌঢ়।
ক্ষুধায় কাতর গরীব শিশু, ঘাস পাতা যার সম্বল
বড়লোকদের দুনিয়ায় বিরিয়ানিতে অম্বল।
ফেসবুক, হোয়াটস অ্যাপে খাবারের নানান ছবি
স্টেশনের ধারে বসে ছেলে বলে মাকে 'একটু ভাত দিবি?'
ক্ষুধার জ্বালায় ভাসায় মা, সন্তানদের জলে
হে বঙ্গমাতা, তোমার বাংলা আজও অনাহারে কাঁদে।
এই করোনার নেই যে কোনো ওষুধ
বিশ্ব জুড়ে তারই খোঁজ, গবেষণাতে বহুদূর
মরুভূমির মরুদ্যান, নাম যার হাইড্রোক্সিক্লোরোকুইন
পারবে কি সে মুক্তি দিতে? আমরা যে বেদুইন।
No comments:
Post a Comment