--------------------
আমার কবিতা ও যে
বিবেক দিয়ে ছাওয়া,
সুখ-দুঃখের আড়ালে
দোদুল দোলন দোলা।
কবিতা আমার প্রাণ;
আপনে আপনি ভুলি
নূতনেরে আহ্বান
বিজয় নিশান তুলি।
কবিতা আমার রক্তে,
শস্ত্র হাতে প্রতিরোধে
ছদ্মবেশে প্রহরীর,
ধাই শত্রু অভিমুখে।
শব্দে, ছন্দে কথা কয়
সুবাসিত সমীরনে,
পাখির কূজনে রয়
দীপ্যমান নিরজনে।
----------------//------------
ঠিকানা:-
উজ্জ্বল কুমার মল্লিক
জয়পুর, প্রফেসর-পাড়া
মগরা(৭১২১৪৮)
No comments:
Post a Comment