Monday, April 6, 2020

মনুষ্যত্ব চিবিয়ে খেয়েছি


আরিফ খান 


মনুষ্যত্ব কে চিবিয়ে খেয়েছি আজ
মোরা কোন প্রজন্মের বাঙালি
বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত ঐ
নবপ্রজন্ম তবু আদর্শের কাঙ্গালি।
নজরুলের উন্নত শীর, হা.. হা...
নত হল আজ বাঙালি  জাতি
আবারও শিক্ষা হবে নিশ্চয়ই
কেহ পেলে মির জাফরের খ্যাতি।
মোরা ঘৃণিত মানব জাতি ছি! ছি!
আমরা নিজেই মায়ের সিঁদুর মুছি
লজ্জা হয় না ওদের দেখে কভু
মনেহয় ভদ্র সমাজকে পায়ে পিষি।
রক্তের দামে কেনা বর্ণমালা অঃআ
মস্তিষ্ক থেকে তারা লুকিয়ে পালায়
বিবেকের লেলিহান শিখার তন্ত্র মন্ত্র
সহিবার নয় নাকি ওদের জ্বালায়।
হায়রে সোনার বাংলা একি নাট্যমঞ্চ
সকলেই অভিনেতা লেগে আছে দ্বন্দ্ব
উহাদের ধ্বংস করে মিথ্যার ঘূর্ণিপাকে
সত্য অসহায় মিলেনা কখনো ছন্দ।

No comments: