Sunday, March 22, 2020

ক্লাস শেষে জবির পরিশ্রান্ত শিক্ষার্থীদের অবসর সময় কাটানোর প্রাণকেন্দ্র হচ্ছে কাঠালতলা। এই চাকচিক্য আর ধুলাবালিময় শহরের ঠিক যেন বিপরীত প্রতিনিধিত্ব করে এটি। চারপাশে সবুজে ঘেরা বাতায়ন যেন মনে করিয়ে দেয় গ্রামে রেখে আসা সেই স্মৃতিগুলো। মনে করিয়ে দেয় গাছের পাতার ফাঁকে উকি দেওয়া সূর্যের আলোর কথা। কাকের এই শহরে দু'একটা দোয়েল শালিকের দেখা পেতে খুব একটা কষ্ট হবেনা এখানে। কাঠালতলা যেনো আরো প্রাণবন্ত হয়ে ওঠে সন্ধের পরে। বন্ধুদের গান আর আড্ডায় জমে ওঠে এই প্রাঙ্গণ। কতই না সুখময় স্মৃতি গড়ে ওঠে। দেশের দুই প্রান্তের তাজা প্রাণ এসে নিজেদের মধ্য সখ্যতা গড়ে তোলে এখানেই। সমাজকর্ম বিভাগের নবম ব্যাচের ছাত্র আশিক সরকার তার একটা অভিজ্ঞতার কথা জানায় যে,"একদিন আমাদের প্রতিটা ক্লাসেই পরীক্ষা চলছিলো, তখন আবুল হোসেন স্যারের ক্লাস আমরা কাঠালতলাতে মাটির উপর বসেই করি। সেদিন এত ভালো লেগেছিলো ক্লাস করতে যেন ফিরে গেছিলাম সেই ছেলেবেলার পুরোনো দিনগুলোতে।" এমন হাজারো স্মরণীয় দিন চির অম্লান হয়ে আছে জবির শিক্ষার্থীদের মনে। পড়াশোনার পাশাপাশি এখানে আড্ডা দেওয়ার লোভনীয় সুযোগটা যেন কেউ হাতছাড়া করতে চাইনা। তাই সারাদিনই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকে এই প্রাঙ্গন। প্রতিবছর নতুন কিছু মুখ আসে আর পুরোনো কিছু মুখ চলে যায়। আর সবকিছুরই যেন নিরব সাক্ষী হয়ে থাকে এই কাঠালতলা।। 

#জবির_কাঠালতলা
লেখাঃ শেখ শাহরিয়ার হোসেন সজীব   

No comments: