বিশ্ব মহামারি
তুলোশী চক্রবর্তী
_______________
করোনা ভাইরাসের সংক্রমনে
চলছে বিশ্বে মহামারি
মৃত্যু মিছিলের সংখ্যা
ছয়হাজার কবেই গিয়েছে ছাড়ি,
প্রথম উৎস ছিলো যার
এশিয়া মহাদেশের চিনে
শতাধিক দেশে
ছড়িয়ে গেলো কয়দিনে,
ভারত বাংলাদেশ কিংবা
ইতালি ইরান
প্রাণসংশয়ের ভয়
সকলেই সাবধান,
বিদ্যালয় থেকে
সিনেমার অভিনয়
দেশে দেশে নিষেধাক্কা
করনো আতঙ্কময়,
সবাই চাইছে প্রতিশেধক
ও শীঘ্র প্রতিকার
করোনার আর না থাকে যেনো
জীবন নাশের অধিকার,
ভক্তের ডাকে ভগবান তুমি
দেও সাড়া তারাতারি
করোনা বিদায় নেক
সত্বর পৃথিবী ছাড়ি।
No comments:
Post a Comment