সর্বনাশা যৌতুক
সাদিয়া সাদি
যৌতুকেরি কালো ছায়ায়
গ্রাস করেছে সমাজ,
বিয়ের নামে চলছে এখন
দেওয়া -নেওয়ার রেওয়াজ
মেয়ে হয়ে জন্ম নিলে
বিয়ে দিতে হবে,
ভালো রব আনতে হলে
যৌতুক দিবে তবে।
বাবা ভিটে মাটি বিক্রি করে
মেয়ের বিয়ে দেয়,
কয়েক মাস ভালই থাকে
তারপরে বলে আবার যৌতুক নিয়ে আয়।
যৌতুক নিয়ে না আসিলে
শুরু হয় নির্যাতন আর অত্যাচার,
বাপের বাড়ি যাবি এবার
যৌতুক ছাড়া ফিরবি না আর।
শশুর,-শাশুড়ি, দেবর, ননদ
নানান কথা শোনায় বারে বার,
স্বামী বলে যৌতুক না আনিলে
তালাক পাবি এবার।
ভিটে মাটি বিক্রি করে
বাবায় আমায় দিছে বিয়ে,
আমি কোন মুখ নিয়ে যৌতুক
চাইবো আবার গিয়ে।
শশুর বলে সবার মুখের ওপর
বউমা তুমি বেশি কথা বলো,
শাশুড়ি বলে বাবা তোর বউ
বড়ই ব্যাদপ মৃত্যুই ওর জন্য
ভালো।
মুন্নি,তন্নি,শাপলা,ঝিনুক
কতো মেয়ের জীবন হলো ধ্বংস,
তবু্ও সমাজ থেকে দূর হচ্ছে না
সর্বনাশা যৌতুকেরি অংশ।
আমি কোন মুখ নিয়ে যৌতুক
চাইবো আবার গিয়ে।
শশুর বলে সবার মুখের ওপর
বউমা তুমি বেশি কথা বলো,
শাশুড়ি বলে বাবা তোর বউ
বড়ই ব্যাদপ মৃত্যুই ওর জন্য
ভালো।
মুন্নি,তন্নি,শাপলা,ঝিনুক
কতো মেয়ের জীবন হলো ধ্বংস,
তবু্ও সমাজ থেকে দূর হচ্ছে না
সর্বনাশা যৌতুকেরি অংশ।
No comments:
Post a Comment