এটা ব্যথার ওষুধ । যে কোন ধরনের ব্যথার জন্য দিনে 2 টি ওষুধ ।
########$$$$$###########
স্বপ্নে দেখা রাজকন্যা
মোঃ হাবিবুর রহমান
ভালো থেকো
মো: হাবিবুর রহমান
ভালো থাকুক, এসএমএস সিন করেও রিপ্লাই না দেওয়া মানুষটি।
ভাল থাকুক, সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েও মাঝপথে ছেড়ে যেতে চাওয়া মানুষটি।
ভালো থাকুক, দীর্ঘক্ষণ কথা বলে এখন দীর্ঘদিন কথা না বলা মানুষটি।
ভাল থাকুক, শূন্যতায়ও পরিপূর্ণ অনুভব হয়েছিল যার জন্য সেই মানুষটি।
ভালো থাকুক, একসময় হাজার ব্যস্ততায়ও সময় দেওয়া মানুষটি।
ভালো থাকুক, ব্যথা ভরা মুখেও হাসি ফোটানো মানুষটি।
ভালো থাকুক, যার বদনে পরম ছোঁয়ায় ব্যথা ভোলা যায় সে মানুষটি।
ভালো থাকুক, রাগ-নির্যাতন মুখ বুঝে সহ্য করা অভিমানী মানুষটি।
ভালো থাকুক, সব ব্যথা লুকিয়ে আমার হাসিতে হাসা আপন মানুষটি।
ভালো থাকুক, হাসি-আনন্দ মুহূর্তেও আমার ব্যথায় কাতরে উঠা মায়াময় মানুষটি।
ভালো থাকুক, হারানোর ভয়ে সর্বদা ভীত হয়ে থাকা মানুষটি।
ভালো থাকুক, প্রিয় আপনজন প্রেরণা দানকারী কাছের মানুষটি।
প্রার্থনা প্রভুর তরে ভালো থাকুক সদা সর্বদা সর্বত্র ভালোবাসার মানুষটি।
No comments:
Post a Comment