Saturday, December 21, 2019

পদ্ম বিলের মেয়ে

সাদিয়া সাদি


ঐ খানেতে পদ্ম বিল

ঘেসে চাঁদের গাঁ,

সেথায় থাকে কুঁটির ঘরে

ময়না নামের ছোট্ট মেয়ে টা

গরীব ঘরে জন্ম যে তার

বেঁচে থাকা দায়,

তার ওপরে বাপ নেই

এমন কষ্ট কোথায় কয়।


মায়া ভরা আঁখি যে তার

দুরন্ত -পনায় মন,

লড়াই করে বাঁচতে হবে

জীবনে করে নিলো পণ।


পদ্ম বিলের কালো জলে

তোলে শাপলা,শালুক

মুগ্ধ করা মায়াবী রুপ

তার পড়ে না পলক।


মাছ কুঁড়িয়ে আনে হেথা

দূরের বিল থেকে,

বক পাখি আর মাছ - রাঙা

তাকে দেখে মিষ্টি -মধুর ডাকে।


মেঘ বরন কেশ তাহার

ঝিলের জলে ভাসে,

মায়া ভরা মুখটি তাহার

কষ্টের মাঝেও হাসে।


এতটুকু সম্বল নিয়ে

গঞ্জে ময়না যায়,

দুই -চার টাকা যা পায়

মাকে নিয়ে সুখে দুঃখে

দিন চলে যায়।


বেশি কিছু চায়না ময়না

অনেক খুশি অল্প পেয়ে,

তাইতো তাহার নাম দিয়েছি

পদ্ম বিলের মেয়ে।

No comments: