Saturday, December 21, 2019

ভালোবাসার রংধনু

”মাসুম পান্থ”

শান্তি হলো মনের ব্যাপার,
সুখ হচ্ছে তার ঘর।
ভালোবাসার রংধনু টা,
শান্তি সুখের  ভর।।

পুরুষ পায় টাকায় শান্তি ,
নারী বিলাসিতায় !
ভালোবাসার অর্থ কি তা..
সবাই জানতে চায়।

শিশু কিশোর যুবক বৃদ্ধ,
ভালোবাসা কে না চায় ।
সময়ের প্রয়োজনে রং টা শুধু ,
যে যার মত পাল্টায়।

টাকায় শান্তি আনে ভোগান্তী
মাসুম পান্থ কয়।
শান্তি সুখের ভালোবাসা
টাকায় নাহি হয়।

------------

সাভার, ঢাকা.   

অস্পষ্ট কষ্ট
”মাসুম পান্থ”

থাকতে তুই চিনলিনা মোরে ,
হারিয়ে গেলে কাঁদবি ।
কেঁদে কেঁদে চোখ ফুলাবী,
মাথায় জটলা বাঁধবী।
ছেলে মেয়ের সুখের আশায়,
নিজের কষ্ট বুজলি না।
ভালোবাসার রূপকি আমার,
তাও তুই জানলি না।
শাসন করতে সেই পারে,
ভালোবাসে যে।
আতিরীক্ত সবই নষ্ট,
হারিয়ে বুজলনা কে ?
আমার কষ্ট অস্পষ্ট ,
বুজলি নারে তুই।
তোদের সুখের লাগিয়া 
জীবনটা মোর শুই!!
আমার কষ্ট হবে স্পষ্ট ,
থাকব না যখন পাশে।
চোখের জলে বুক ভাসিলে,
জীবন সর্বনাশে।

No comments: