Sunday, December 29, 2019


দুঃস্বপ্ন

অভ্রনিলয়  বসু


আমার মৃত্যু হয় তোমার দেওয়া আগুনে
অশ্রুজল শুষে নেয় সেই দহন
আমার মৃত্যু হয় তোমার দেওয়া মাটিতে
শোক মিশে যায় চোরা বালিতে
শ্মশান যাত্রীদের শব্দে ঘুম ভাঙে
দুঃস্বপ্নে তুমি আর আমি



**********************************************

অভ্রনিলয়  বসু

বিবেকানন্দ আপার্টমেন্ট
রাজা রাম মোহন রায় রোড
পূর্ব বিবেকানন্দ পল্লী
রবীন্দ্র সরণি
শিলিগুড়ি - ৭৩৪০০৬












পোষ বুকের তলে
মিজানুর রহমান মিজান



ভাল থাকতে চাহিলে, পোষ বুকের তলে
ভীষণ কষ্ট আগলে, নি:স্বার্থতা ধর সমুলে।।
বিপদ আসবে বেশি, ছাড় স্বার্থ ও পেশী
চেও না হতে যশী,লাগাম টান কৌশলে।।
দেখ যদি স্বপ্ন, মিলাতে অতি রত্ন
হও ছাড়া ছন্ন, লজ্জা শরম যাও ভুলে।।
বাঁকা পথে অঢ়েল রস, পাবে খ্যাতি আছে যশ
লেবু ছিপলে বেরুবে রস, তবে হারাবে ভালো দু’কুলে।।

No comments: