কলম সৈনিক সাহিত্য ফোরামের কবি সন্মেলন
****************************** ***********ডাঃ তারক মজুমদারঃ- প্রতি মাসের চতুর্থ রবিবার মধ্যমগ্রামে কবি দেব দত্তের বিবেকানন্দ আবাসনে অনুষ্ঠিত হয় “কলম সৈনিক সাহিত্য ফোরামের মাসিক কবি সন্মেলন”। গত ২২-১২-২০১৯ বরিবার ও যথারীতি উক্ত স্হানে মাসিক কবি সন্মেলন অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে বিশেষ অতিথির পদ অলংকৃত করেন- মুকুলদেব ঠাকুর রুপকুমার পাল দীপান্বিতা কাইউম আব্দুল কাইউম । স্বরচিত কবিতা পাঠে উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন- সুচিত্রা দাস আনন্দ মল্লিক দীপা দাস রুপ কুমার পাল দেব দত্ত স্নেহাশিস রায় অনির্বাণ চৌধুরী সুশান্ত হালদার সহ প্রমুখ কবি বৃন্দ।
এই অনুষ্ঠানের বিশেষত্ব হল ,এই মাসিক কবি সন্মেলনে আগত অতিথি দের যেমন সম্বর্ধনা দেওয়া হয় ,তার পাশাপাশি সমস্ত কবিদের ও উক্ত ফোরামের পক্ষ থেকে ব্যাজ ,উত্তরীয় শংসা পত্র ,মেডেল,প্যাড, কলম,ফাইল দিয়ে সম্মান জানানো হয়। কবি দেব দত্তের সাহিত্যে নিয়োজিত প্রাণ এবং কতটা নিবিড় ভালোবাসা থাকলে এমন অসাধারণ অনুষ্ঠান করা যায়। কলম সৈনিক সাহিত্য ফোরাম যে এক দিন জনপ্রিয়তার উচ্চশিখরে পৌছেযাবে তা বলার অপেক্ষা রাখে না।
No comments:
Post a Comment