উড়ুক না
সোমা ধর ঘোষ
দেখো ব্যর্থ প্রেমে পোস্টমর্টেম
হয়ে যাওয়া মনটা পড়ে আছে
সাথে...
ঝরাপাতা-জীবনের দিনলিপি,
তুমি লিখবে বসন্তদিনে
কৃষ্ণচূড়া কাব্য!
ভাবব...আবার ভাবব...
বেদনানামা যাক উড়ে
মন হোক নাব্য;
ব্যর্থ প্রেম, অপ্রেম, প্রেম-
হৃদয়ের কাল পরিক্রমা
নেই পূর্ণচ্ছেদ
শুধু কমা
জীবনকে করেছি ক্ষমা,
বৈজয়ন্ত নিয়ে চলেছি
আজ উড়ুক,
কৃষ্ণচূড়া-সংরাগে।
****************************** **********
ঠিকানা-
সোমা ধর ঘোষ
প্রযত্নে রাজদীপ ঘোষ
৫৯৫, গ্রাউন্ড ফ্লোর
ভিরান্না লে আউট(অন্নপূর্ণেশ্বরী মেডিকেল স্টোরের বিপরীতে)
দসারাহাল্লী মেন রোড
পোস্ট-হেব্বাল
বেঙ্গালুরু-৫৬০০২৪
রাজ্য-কর্ণাটক
দেশ-ভারতবর্ষ
No comments:
Post a Comment