Saturday, December 28, 2019


তুমি বঙ্গবন্ধু
আরিফ হোসাইন

---------------------------

তুমি বঙ্গবন্ধু সবুজ শ্যামল
এ বাংলার রূপকার।
 দূর করেছে বাংলার আলপথ থেকে
ছিল যত অমানিশা-আধার।

তুমি বঙ্গবন্ধু বায়ান্ন, ছেষট্টি, ঊনসত্তর
তুমি বঙ্গবন্ধু ঊনিশসো একাত্তর।
তুমি বঙ্গবন্ধু গোপালগঞ্জের খোকা
তুমি বঙ্গবন্ধু পাকিস্তানীরা যাকে বার বার দিয়েছে ধোকা।

তুমি বঙ্গবন্ধু ধানমন্ডির ৩২ নাম্বারের বাড়ি
তুমি বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছরের নির্যাতন দিয়েছ পাড়ি।
তুমি বঙ্গবন্ধু ঘোষক স্বাধীনতার 
তুমি বঙ্গবন্ধু ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার হুংকার।

তুমি বঙ্গবন্ধু ৭ই মার্চ, ১০ই জানুয়ারি
তুমি বঙ্গবন্ধু একুশে ফেব্রুয়ারি।
তুমি বঙ্গবন্ধু উদ্দীপ্ত চেতনা স্বাধীনতার
তুমি বঙ্গবন্ধু ১৬ ই ডিসেম্বর।

তুমি বঙ্গবন্ধু পদ্মা, মেঘনা,সুরমা,যমুনা
তুমি বঙ্গবন্ধু গোপালঞ্জের টুঙ্গিপাড়া।
তুমি বঙ্গবন্ধু বাংলার তরে হলে উৎসর্গ
তুমি বঙ্গবন্ধু তোমার সে বলিষ্ঠ কন্ঠসর কোথা পাবেগো?

তুমি বঙ্গবন্ধু সোনার বাংলার সোনার ছেলে
তুমি বঙ্গবন্ধু জীবনের বেশিক্ষণ কাটিয়েছ জেলে জেলে।
তুমি বঙ্গবন্ধু যেকিনা কারাগারে থেকেও প্রতি প্রানে প্রানে
তুমি বঙ্গবন্ধু প্রমান তাহার জ্বালাময়ী ভাষণে।

তুমি বঙ্গবন্ধু ১৫ আগস্ট কালোরাত
তুমি বঙ্গবন্ধু তারপরও যেন থামেনি ধারাপাত।
তুমি বঙ্গবন্ধু গোলাপের ঝড়ে পড়া ফুল
তুমি বঙ্গবন্ধু তোমাকে হত্যা করে পেল ওরা কুল।

আরিফ হোসাইন
সরকারি জনতা কলেজ
দুমকি,পটুয়াখালী

No comments: