Saturday, December 28, 2019

ভূতের ছানা
উজ্জ্বল কুমার মল্লিক




এক, দুই, তিন
অমাবস্যা র
আঁধার রাতে
ঘোড়ায় বুঝি 
ডিম যে পাড়ে;
সেটার ভিতর
ভূতের ছানা
কড়মড়িয়ে 
চেবায় চানা:
খোকাখুকুর
দেখতে মানা।

চুপটি করে
লেপের তলে 
খাপটি মারো
শব্দ হবে না,
নইলে কিন্তু
ভূতের ছানা 
বলবে ডেকে,
ঐঁ খেলবি না।
--------------------

ঠিকানা:উজ্জ্বল কুমার মল্লিক
             জয়পুর,প্রফেসর-পাড়া
             পো: মগরা (712148)
               জেলা:হুগলি

No comments: