ইচ্ছে বৃষ্টি
মোঃ সম্রাট শাহ্
বলছি আকাশ বলছি বাতাস
নামব বৃষ্টি পারলে ঠেকাস।
কনসে বৃষ্টি কনসে বাতাস
গুড়ুম গুড়ুম করছে আকাশ।
ঘনকালো মেঘ জমেছে
ইলিক ঝিলিক জড় উঠেছে।
বৃষ্টি নেমেছে বৃষ্টি নেমেছে
রাস্তা ঘাট সব ভিজেছে।
কাঁদা মাটির ঝড় উঠেছে।
নালা পুকুর সব ডুবুছে
খোকা বললো
ইচ্ছে মতো বৃষ্টি হয়েছে।
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
।।।।নীলুপ্ত পৃথিবী।।।।।
____মিশু মজুমদার
পৃথিবী জুড়ে আজ
অশান্তির কলরব
স্বস্তি নেই কোথাও
স্থাবর অস্থাবর।
শুভ্র বাতাসে
অার্তনাদের ঘ্রাণ
শরীর নিঃশেষ
নিস্তব্ধ এই প্রাণ;
জঞ্জাল পুরুষত্ব
অবাক মনুষ্যত্ব-
রাখেনা কেউ কারো মান।
প্রদীপেও আজ
জ্বলেনা আলো
ক্ষান্ত পৃথিবীর
মন'যে কালো।
সুখ পাখিটার
ক্লান্ত দুপুর
বাজেনা পায়ে
বেরুণির নূপুর ;
স্রোতের মোহনা
বিষ্মৃত যৌবনা-
জলহীন মাছ ডাঙ্গাপুকুর।
উর্বর মাটিতে নেই
কৃষাণের হাত
ধূসর প্রহরে
কাঁটে না'যে রাত।
ছুঁই আখিঁ
নিঝুম প্রয়াসে
নীলিমার অশ্রু
ঘন ঘটা বাতাসে;
তেজাত্ত্বক গন্ধ
সমাজ অন্ধ-
দূরবীন প্রভাত লপ্ত আকাশে।
তাং-১৩/১১/২০১৯ইং
No comments:
Post a Comment