জীবনব্যাপী পড়ে রইলো
শম্পা মনিমা
তোর কথাতেই,
সকাল থেকে রাত পর্যন্ত শব্দের ভিড় করছে করোটিতে নিরব কোলাহল পড়ন্ত বিকেলে,
তোর কথাতেই,
পাতায় পাতায় প্রকাশিত ডুবন্ত সূর্য অনন্ত হাঁটে
একফালি যত্নের শব্দ যন্ত্রণা পায় কষ্টের আখড়াতে,
তোর কথাতেই,
বুড়ো গাছতলায় শতবর্ষী আকুলতার পথ হাড়িকাঠে
অপেক্ষা তৃষ্ণার্ত মৃত চোখ কল্পনায় বসে আছে,
তোর কথাতেই,
কাজল মুচেছে,শত চুড়ি ভেঙেছিল রহস্য বিছানাতে
আজউপছে উঠেছে সৈকত চোখ ব্যাখ্যা না দেখিয়ে,
তোর কথাতেই,
অভিযোগ বা অভিমান নয় বিপদসীমার উপর নদী
চলে যাওয়ায় দরকার ছিল, ও মানুষ তোকে চিনি!
তোর কথাতেই,
কোনো পর্যটনে বালি ঢুকেছিল খোঁপায় ,আস্তিনে
জীবনব্যাপী পড়ে রইলো ম্যাপ আর চাপা সমুদ্র-গর্জনে।
No comments:
Post a Comment