Tuesday, November 12, 2019


জীবনব্যাপী পড়ে রইলো
শম্পা মনিমা




তোর কথাতেই,
সকাল থেকে রাত পর্যন্ত শব্দের ভিড় করছে করোটিতে নিরব কোলাহল পড়ন্ত বিকেলে,

তোর কথাতেই,
পাতায় পাতায় প্রকাশিত ডুবন্ত সূর্য অনন্ত হাঁটে
একফালি যত্নের শব্দ যন্ত্রণা পায় কষ্টের আখড়াতে,

তোর কথাতেই,
বুড়ো গাছতলায় শতবর্ষী আকুলতার পথ হাড়িকাঠে
অপেক্ষা তৃষ্ণার্ত মৃত চোখ কল্পনায় বসে আছে,

তোর কথাতেই,
কাজল মুচেছে,শত চুড়ি ভেঙেছিল রহস্য বিছানাতে
আজউপছে উঠেছে সৈকত চোখ ব‍্যাখ‍্যা না দেখিয়ে,

তোর কথাতেই,
অভিযোগ বা অভিমান নয় বিপদসীমার উপর নদী
চলে যাওয়ায় দরকার ছিল, ও মানুষ তোকে চিনি!

তোর কথাতেই,
কোনো পর্যটনে বালি ঢুকেছিল খোঁপায় ,আস্তিনে 
জীবনব‍্যাপী পড়ে রইলো ম‍্যাপ আর চাপা সমুদ্র-গর্জনে।


🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄

আমার কজন বন্ধু ছিলো
রোমানুর রোমান


আমার কজন বন্ধু ছিলো
রং তামাশা ঝগড়া মিলও
আড্ডা যখন দিতো,
এক বন্ধু নাচায় দিতো
ঠাট্টা করে ভাসায় দিতো
এক বন্ধু ধাক্কা দিতো পাছায়,
এক বন্ধু আশায় দিতো
ঝগড়া হলে বাঁচায় নিতো
এক বন্ধু উঠতো ভয়ে মাচায়।
এক বন্ধু গুতা দিতো
এক বন্ধু জুতা নিতো
ঠ্যাং ধরে দেয় টান-ঢুকবে কোন খাঁচায়?
এক বন্ধু হাবাগোবা
এক বন্ধু ভদ্র বোবা
তাই বলে কি ফিরবে এমন বাসায়?
এক বন্ধু গান ধরে
কেউ জোকার- ভান ধরে
কান্ড করে ওদেরকেও হাসায়।


বর্তমান ঠিকানা: দর্শনা মোড়, রংপুর।


No comments: