Monday, September 23, 2019

সায়নের কবিতা

তুই আমার কবিতা

সায়ন তরফদার


তোর ভাবনায় বৃষ্টি নামে, তুই সেই মহীয়সী
তোর দিকে তাকালে ভাবি, 'আমার শ্রেয়সী'।

সহজ কথা বলবো ভাবি চোখের ইশারায়
বৃষ্টি হলে ছাতার নীচটা আপন রঙ চেনায়।

উষ্ণ কফির একলা কাপ ভাগ হয়ে যায় হাতে
বিরহ ভাবনা জাগিয়ে রাখে আমায় প্রতি রাতে।

অটোর ভিতর কোণের সিটটা, তোর জন্য বরাদ্দ
আমি বসতাম পাশেই, তখন প্রেমে পড়েছি সদ্য।

হওয়ায় উড়ে তোর চুলটা পড়তো আমার মুখে
স্থির ভাবে তাকিয়ে থাকতাম শুধুই তোর দিকে।

তোর চোখেতে শান্তি নামে, এমনই প্রেয়সী
শুধু তোকে ছুঁয়ে বলি, "হবি আমার শ্রেয়সী?"

SAYAN TARAFDAR
Phone:- 9123079092
Sodepur

No comments: