* দুই বাংলার গান **
-- অভিজিৎ ভূঁইয়া
বাংলা আমার জন্মদাত্রী, বাংলা আমার কথাবলা।
বাংলা আমার পূর্বপুরুষ,হাতে হাত ধরে পথ চলা ।।
বাংলা আমার সোনার কুটির ,শান্তি নিবিড় স্বপ্নদান ।
বাংলা আমার জগৎ মাঝে মিলনক্ষেত্র পীঠস্থান ।।
বাংলা আমার শ্যাপলা-ছাতিম আম-কাঠালের ছায়া হাঁসি ।
বাংলা আমার বাউল সুরে গঙ্গা-পদ্মায় বাজা বাঁশি ।।
বাংলা আমার নিত্যজীবন ছন্দে জড়ানো নতুন প্রাণ ।
বাংলা আমার জীবনানন্দ,নজরুল আর রবির গান ।।
বাংলা আমার দোয়েল পাট আর হাওয়াতে দোলা ধানেরই-শিস ।
বাংলা আমার নকশীকাঁথা,স্বপ্নের চাঁদ,রূপোর ইলিশ ।।
বাংলা আমার তীর্থক্ষেত্র আল্লা-হরির মহান দান ।
বাংলা আমার স্বপ্নগড়া ভুবনপরে রং-তুলির টান ।।
*******
বাংলা আমার পূর্বপুরুষ,হাতে হাত ধরে পথ চলা ।।
বাংলা আমার সোনার কুটির ,শান্তি নিবিড় স্বপ্নদান ।
বাংলা আমার জগৎ মাঝে মিলনক্ষেত্র পীঠস্থান ।।
বাংলা আমার শ্যাপলা-ছাতিম আম-কাঠালের ছায়া হাঁসি ।
বাংলা আমার বাউল সুরে গঙ্গা-পদ্মায় বাজা বাঁশি ।।
বাংলা আমার নিত্যজীবন ছন্দে জড়ানো নতুন প্রাণ ।
বাংলা আমার জীবনানন্দ,নজরুল আর রবির গান ।।
বাংলা আমার দোয়েল পাট আর হাওয়াতে দোলা ধানেরই-শিস ।
বাংলা আমার নকশীকাঁথা,স্বপ্নের চাঁদ,রূপোর ইলিশ ।।
বাংলা আমার তীর্থক্ষেত্র আল্লা-হরির মহান দান ।
বাংলা আমার স্বপ্নগড়া ভুবনপরে রং-তুলির টান ।।
*******
"
- নিখিল ভবন "
- বড় ডাবচা / পশ্চিম মেদিনীপুর
No comments:
Post a Comment