Monday, September 23, 2019

লেখালেখি

লেখালেখি করে আয় করতে এখানে ক্লিক করুন # https://banglasahittos.blogspot.com


সূর্যোদয়
মিজানুর রহমান মিজান


স্বাধীনতা , বাংলার দামাল ছেলেদের রক্তে লেখা
সঞ্জীবনী ইতিহাস
অত্যাচারের প্রতিবাদে নয় প্রতিরোধে
অসীম সৌর্য বলে জেগে ওঠে হাতিয়ার।
নয় মাসের যুদ্ধ শেষে বিজয়ী কেতন
লাল সবুজ রঙে
স্পর্ধিত হয় নবীন মানচিত্র
অনাদি আধাঁর শেষে
 যেনো প্রত্যাশিত সূর্যোদয়।
অত:পর জবাব এই
ইতিহাস বড় নির্মম , অমোঘ প্রতিদান



লেখক 
মিজানুর রহমান মিজান, 
সম্পাদক দীপ্তি, 
বিশ্বনাথ, সিলেট।

No comments: