বই পড়ো
কাজী তানভীর
বই পড়ে হও জ্ঞানী মানুষ
বন্ধু বানাও বইকে,
জ্ঞান সাধনে বন্ধু তোমার
বই ছাড়া হয় কে!
বন্ধু বানাও বইকে,
জ্ঞান সাধনে বন্ধু তোমার
বই ছাড়া হয় কে!
জ্ঞানের আলোয় আঁধার নেভাও
জ্ঞানী বানাও নিজকে,
বইয়ের মাঝে বুনছে লিখক
মনুষ্যতার বীজকে।
জ্ঞানী বানাও নিজকে,
বইয়ের মাঝে বুনছে লিখক
মনুষ্যতার বীজকে।
সভ্যতারই শ্রেষ্ঠ প্রদ্বীপ
বই বিনে হয় কে?
জ্ঞান সাধক আর পাঠক ছাড়া
এই সমাজে জয় কে!
বই বিনে হয় কে?
জ্ঞান সাধক আর পাঠক ছাড়া
এই সমাজে জয় কে!
No comments:
Post a Comment