Kobita
মান রেখো পাশে থেকো
মেহেদী হাছান মোল্লা
বিস্তারিত: www.banglasahittos.blogspot.com
সম্পর্ক গড়তে জানা নয়রে বড়
মান রাখতে, থাকবে হবে দৃড়।
যে নামে ডেকেছো তারে
নিয়েছো আপন করে
সে নামের মান দিয়ে রাখতে হবে ধরে।
মা-বাবা,ভাই-বোন,চাচা-চাচি,
খালা-খালু,নানা-নানি,দাদা-দাদি,
আরো যত নামে ডাকো
সত্যি যেন তাই মনে পুষো।
আপন হওয়া নয়রে কষ্ট
আপন থাক বড্ড কষ্ট
চন্দ্র সূর্যের মতো স্পষ্ট।
তাং : ০৩|০৮|১৯ইং // স মা প্ত।
রাত ১২:৫০ মিনিটে।।
No comments:
Post a Comment