Monday, July 8, 2019

কবিতা





বর্ষা দিনেবিপ্লব গোস্বামী






বর্ষা দিনের বাদল হাওয়া
নূপুর বেঁধে পায় ;
কলশি কাঁখে পল্লী বালা
জল আনতে যায়।
মাঠে ঘাটে অথই বারি
মাঝি উজান যায়।
মাঠে যেতে কৃষাণ বালক
বাউল গান গায়।
দোয়েল কোয়েল ডাহুক  ডাকে
বাগে ফোটে ফুল ;
জোড়ায় জোড়ায় মননা উড়ে
চড়াই শালিক বুলবুল।








বিপ্লব গোস্বামী
প্রযত্ন বাবুলাল গোস্বামী
ভেটারবন্দ,করিমগঞ্জ
আসাম।ভারত

No comments: