ষোড়শী
মোহাম্মদ ইমন হোসেন
বিস্তারিত: www.banglasahittos.blogspot.com
হঠাৎ নিভে যাবে প্রদীপ, সন্ধ্যামালতী ডাকবে না।
স্যাঁতস্যাঁতে নয়ন বিরক্ত, সস্তি নেই।
মুখ লুকানো কান্না, অবহেলাময় মায়াবী পিছুটান।
সর্বস্ব কুয়াশা, অন্ধকার গলি,
কিছুটা হৃদছেড়া অবিক্ষিপ্ত জলাজঙ্গল,
ভালো নেই কথোপকথন !
পলকহীন কাজল, অবগাহন নিশ্চুপ !
ভ্রমর চুপচাপ, উষ্ণ সুবাশিত ভোর,
অমলিন অন্তর্দেশীয় আচল?
একটু পালানোর বাহানা,
ছেড়ে যেতে চায় না মন, বৃষ্টি ভেজা নিদ্রা, বেশ সুদর্শন !
নেই সুখ, বিষাদের রূপছায়া জন্মান্তর চুম্মনে মুগ্ধ,
আহা, কি স্বাদ, মন জুড়ানো গন্ধ,
খোলা চুল বেয়ে নামছে চিবুক !
যেন স্বর্গরাজ্য নিঃসঙ্গ, আমি নেই!
অবশ কায়া, লটাটে লাল ছোট্ট টিপ,
ক্ষুধার্ত প্রেয়সী, ক্লান্ত আমি বড় ক্লান্ত !
শঙ্খ অষ্টাতলে লুকায়িত,
জানালার সন্নিকটে ভেসে আশা সুর,
ছন্নছাড়া কোকিলের আশ্রম, লুন্ঠন রশ্মি ভেদ,
রোমশ অস্থাবর, স্ফীত ষোড়শী !
লাল চঞ্চু গলিয়ে দিল, আহা কি প্রশান্তি !
-
৬ জুন, ২০১৯; সকাল ৯:৩০
No comments:
Post a Comment