* হে ভারত জননী *
******************
কলমে: কবি - সোম
বিস্তারিত :www.banglasahittos.blogspot.com
তুমি মোদের মাতৃভূমি !
ভগৎ- সুভাষ- রবি- ক্ষুদি ,
মাইকেল- প্রীতি- বি. বা. দি !
আরো জনতা শত শত,
এঁরা তোমারি গর্ভজাত !
ধন্য সবে, আছি বড়ই সুখে ;
মোরা জন্মে তোমারি বুকে !
হে ভারত জননী তুমি,
তুমি মোদের মাতৃভূমি !
শস্য শ্যামল পুষ্পে ভরা,
আমার ভারত সবার সেরা !
হিন্দু- মুসলিম- খ্রীশ্চান- পারসী,
বৌদ্ধ- জৈন- ইয়ুদি- কি ফরাসী।
হেথা আছে যত জাতি,
ভাতৃসম করে মাতামাতি !
হে ভারত জননী তুমি,
তুমি মোদের মাতৃভূমি !
তোমারি রূপের মহিমা লাবণ্য,
পেয়ে পৃথিবী হয়েছে ধন্য !
হে ভারত তুমি সোনার দেশ,
কে করিবে তোমারি গোরিমা শেষ ?
ওগো মোদের মাতৃভূমি,
তোমার পাদ- চরণ চুমি !!!
********
ভারত জননী তুমি,
তুমি মোদের মাতৃভূমি !
ভগৎ- সুভাষ- রবি- ক্ষুদি ,
মাইকেল- প্রীতি- বি. বা. দি !
আরো জনতা শত শত,
এঁরা তোমারি গর্ভজাত !
ধন্য সবে, আছি বড়ই সুখে ;
মোরা জন্মে তোমারি বুকে !
হে ভারত জননী তুমি,
তুমি মোদের মাতৃভূমি !
শস্য শ্যামল পুষ্পে ভরা,
আমার ভারত সবার সেরা !
হিন্দু- মুসলিম- খ্রীশ্চান- পারসী,
বৌদ্ধ- জৈন- ইয়ুদি- কি ফরাসী।
হেথা আছে যত জাতি,
ভাতৃসম করে মাতামাতি !
হে ভারত জননী তুমি,
তুমি মোদের মাতৃভূমি !
তোমারি রূপের মহিমা লাবণ্য,
পেয়ে পৃথিবী হয়েছে ধন্য !
হে ভারত তুমি সোনার দেশ,
কে করিবে তোমারি গোরিমা শেষ ?
ওগো মোদের মাতৃভূমি,
তোমার পাদ- চরণ চুমি !!!
********
No comments:
Post a Comment