জানাকথা
আশীষ হাজরা
বিস্তারিত : www.banglasahittos.blogspot.com
চলতে গিয়ে হোঁচট খাব
এতো জানা কথাই
মজা করে জানতে গেলাম
শিখতে হোল মেলাই৷
শিখতে গিয়ে জানতে পারি
দেশ বিদেশের কথা
কত রঙ্গে কত রুপে
কত শত দেখা৷
সাদা আছে কালো আছে
বেবাক সবার জানা
আলো আছে আধাঁর আছে
এ নয় নতুন কথা৷
রাম আছে রাবণ আছে
ত্রেতা যুগের কথা
এসব নিয়ে দাঙ্গা বাধায়
এখনকার রাজা৷
শিখতে এসে শিক্ষা পেলাম
এটাতো নয় পথ
দেবতা ঠাকুর মনের মাঝে
পারলে করো জপ৷
দেবতা নামে মানুষ কাটা
একি দেশের ছিরি
বন্ধ করো এসব খেলা
আর করোনা দেরী৷৷
০১/০৬/২০১৯
আশীষ হাজরা, সারেঙ্গা, বাঁকুড়া, পঃবঃ, পিন-৭২২১৫০
No comments:
Post a Comment