জামাই - ষষ্ঠী
চৈতালী দাসমজুমদার
০৮/০৬/২০১৯
শুনছো সবাই আটই আষাড়
আসছে জামাই ষষ্ঠী ।।
প্রথম বছর যাদের বিয়ে
তাদেরই খুব মস্তি ।।
বিশ্বরূপের খেলা ঘরে
হরেক রকম নিয়োম।।
শ্বাশুড়ি মা উপোস করে
করবে জামাই বরণ।।
সকাল থেকে চলবে ভোজন
তিন চার টি ধাপে ।।
কি দিয়েছে শাশুড়ি মা
এটাও জামাই মাপে।।
শাশুড়ি মা সারাটা দিন
উপোস করেই থাকেন ।।
জামাই বাবা কি এনেছেন
এটাও তিনি দেখেন।।
দেখেন তিনি কত দামী
এনেছে তার শাড়ি ।।
বিশাল বড় গাড়ি করে
এসেছে শশুর বাড়ি ।।
আধুনিকতায় জামাই ষষ্ঠী
একটু হলেও ভিন্ন ।।
রিতি রেয়াজ নিয়োমকানন
পুরো পুরি অন্য ।।
ষষ্ঠীর দিন জামাই বাবু
আনতে গেল বিয়ার ।।
বিয়ার খেয়ে শালিকে বলে
ইউ আর মাই ডিয়ার ।।
শাশুড়ি শুনে অবাক হয়ে
তার দিকেই দেখে ।।
মাতাল হয়ে জামাইবাবা
তাকে ধরে রাখে।।
মা ও মেয়ে একই রঙের
পরে ছিল শাড়ি ।।
এটাই ছিল আমার কাছে
ভীষণ বাড়াবাড়ি ।।
দোষ ছিলনা তেমন কিছুই
বৌ এর কাছে বলে ।।
ষষ্ঠীর দিনে রাগ করে সে
কোথায় গেলো চলে ।।
এত কিছু পরেও কিন্তু
জামাইষষ্ঠী হয় ।।
জামাইরা সব জামাই সেজে
শশুর বাড়ি রয় ।।
No comments:
Post a Comment