Wednesday, June 5, 2019

নেই - সন্দীপ দাস

নেই 
- সন্দীপ দাস


দশক পরে ফিরে আসা কলকাতা বইমেলার মাঠে আবার 
নতুন নতুন ফুল ফুটেছে , আনন্দের ঝর্ণায় 
হাজার হাজার নতুন নতুন বইয়ের গন্ধ 
মানুষ আসছে , বই কিনছে চলে যাচ্ছে হাসি মুখে 
যেমনটা দশ বছর আগেও হতো 
পথ চলছি আর দেখছি বই এর পাতা নেড়ে চেড়ে 
অনেক মুখ , আমি চিনে নিচ্ছি অনেক কে 
তবু কেউ চিনতে পারছে না আমায় 
কবিতার তরঙ্গে থামলাম এসে আমি । কত ভিড় 
জমে আছে সেখানেও 
এগিয়ে যেতেই দেখা এক বন্ধুর সাথে 
লম্বা চুলের ফাঁক দিয়ে উঁকি মারা মুখে চেনা খুব দায় 
গলা জড়িয়ে ভেতরে নিয়ে গেলো । সেখানে অনেকের সাথে দেখা হল 
কত কথা হল , যাদের সাথে কোনদিন ঝগড়া , কবিতা করেছিলাম আমিও 
আরও দুপা এগিয়ে যেতেই প্রেস ক্লাব – দেখি মানুষকে ভালোবেসে 
মনন এখন বিশাল এক নাম 
আরও এগিয়ে যেতেই বই ফেরি পেলাম পথের ওপরেই 
বাংলার তরুণ দের দেখানো পথে সাহিত্যের ভ্যানটি এগিয়ে চলেছে 
বই এর ডালি নিয়ে 
যদিও গনতান্ত্রিক সম্পূর্ণ এই বইমেলার দেশটা 
তবু দেখলাম নতুন কলমচিদের দিক্ষিত পেশাটা 
অপরুপ পরিবেশ ওই হৃদয়ের আসে পাশে 
এগারো জনের সাজানো দলের সবাই 
বুদ্ধম শরনমের নামাবলি জপে 
আনন্দ , দেজ সবাই আছে – নামি দামি হকার আছে 
যারা সই বেচতে বেচতে ক্লান্ত হয়ে পড়েছে

বেড়িয়ে আসার আগে একটা বই কিনেছিলাম 
পড়া হয় নি আজও 
পড়তে পড়তে মনে পড়ছে এখন 
নিজের শেষ একটা লাইন –

আমাকে কবি বলিস নি তোরা , বেশ করেছিস 
কবি হতে গেলে সরলতা বেচতে হয় আগে 
সে মানুষ হোক আর কবিতায় ।

তবে একটা কথা ঠিক , ফেলুদা তোপসে এ যুগেও হিট 
সুপারহিট ।

No comments: