জামাই ষষ্ঠী
মেহেদী হাছান মোল্লা
বিস্তারিত : www.banglasahittos.blogspot.com
বউ নাই মোর, এলো জামাই ষষ্ঠী!
বড় দাদার যতন দেখে, আঁখিতে এলো বৃষ্টি!
দাদা যায় বউ লয়ে শ্বশুর বাড়ি!
পিরিতে বসে, কপালে হাত দিয়ে, দাদার আনন্দ দেখি!
প্রেম করবো, বউ খুঁজবো, যাবো শ্বশুর বাড়ি।
ফুল, চন্দন, মিষ্টি - মালা লয়ে করবে বরণ শাশুড়ি।
আমিও যাবো একদিন শ্বশুর বাড়ি!
খাবো মহানন্দে, ঘুরবো বউয়ের হাত ধরে।
শালা শালি জ্বলবে মোদের যতন দেখে!
পান চিবুতে চিবুতে রঙিন মুখে, ডাকবো আম্মা আম্মা,
ঘুম যাবো একটু পাশে বসেন না!
সমাপ্ত||
No comments:
Post a Comment