রাখী বন্ধনের শপথ---------------------------> বিপ্লব গোস্বামী
এসো আজি রাখী বন্ধন শুভ ক্ষণে।
মোরা শপথ করি ভাই ভগিনীর সনে।।
মোরা শপথ করি ভাই ভগিনীর সনে।।
বনিতা গণে মোরা করব না হেলা।
বিশ্বাস নিয়ে কভু করব না খেলা।।
সহিব না কভু মোরা নারী অপমান।
সতত গাহিব মোরা নারীত্বের গান।।
যদি করতে চাই মাতৃ ঋণ শোধ।
করতে হবে কন্যা ভ্রুণ হত্যা রোধ।
আজি ভ্রাতৃ গণে সবে করি এসো শপথ।
করিব রক্ষা মোরা বোনের আসিলে বিপদ।।
-----------------------------৹ ৹৹৹৹৹৹-------------------
> বিপ্লব গোস্বামী
> প্রযত্ন বাবুলাল গোস্বামী
> গ্ৰাম ও ডাকঘর ভেটারবন্দ
> জিলা করিমগঞ্জ
> আসাম ভারত
> পিন ৭৮৮৭৩৬
> গ্ৰাম ও ডাকঘর ভেটারবন্দ
> জিলা করিমগঞ্জ
> আসাম ভারত
> পিন ৭৮৮৭৩৬
No comments:
Post a Comment