Monday, June 17, 2019

মোবারক হোসেন খানের কবিতা





পরাজিত তুমি নহে

মোঃ মোবারক হোসেন খান


বিস্তারিত: www.banglasahittos.blogspot.com





সময় কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারি না আগে,
স্রোতের সাথে গা ভাসিয়ে করেছি প্রপঞ্চনা তবে।
কত মানুষ, কত রং, তুলিতে কত আঁচড়,
আমি তো পারিনি হতে প্রেয়সীর ঘুম ভাঙা ভোর।
আজ যে তোমাকে বলবে, ওগো আমার সব
কয়দিন বাদে সেই বলবে জানোয়ার এখান থেকে ভাগ;
জীবন যুদ্ধে আজ যিনি পরাজিত সৈনিক,
কালের অমোঘ স্রোতে তারাই জীবনের প্রতীক।
যে নদী চলে ভরা যৌবনের ছবি এঁকে,
সর্বনাশা পদ্মার কথা ভাবলেই গা শিওরে ওঠে।
হায়রে! করুণ, হায়রে! ছন্দ, হয়ে গেছে যেন বেসুর;
জীবন তাহার কাছে তুমি এখন, শুধুই তিক্ত মধুর।
বহুদিন বহু পথে হেটেছি আমি অজানার খোঁজে,
সর্বদাই অতৃপ্ত থেকেছি কোনো শুন্যতার মাঝে।
নীড় হারা পাখির অার্তনাদ ক'জনই বা বোঝে,
সারাদিন পথ ঘুরে তব অজানাকেই খোঁজে।
কি আছে এই জীবনের বয়ে চলার মাঝে,
কেন জানি পায়রার স্মৃতিগুলো কপোত হয়েই গাহে।
ছোট শিশু এসেছে ভূবনে কত আনন্দ নিয়ে,
হারিয়ে তার দুগ্ধধারীকে একাএকা শুধু কাঁদে,
বিশ্ব ব্রহ্মান্ড চেয়ে আছে; রহিয়াছে পথ চেয়ে,
পারিবে কি ভাঙ্গিতে করুন সে বজ্র বাহু তারে।
জীবন যুদ্ধে হেরেছে যে,ওপারে রহে শান্তি মনে
আজো যারা টিকে আছে, তারা কি মর্ম বোঝে?
সময় কতটা স্বার্থপর বুঝিনি তো আমি আগে
সুসময়ে যে আপন করে,দুঃসময়ে দলিত পদে,
এত মায়া,এত ভালবাসা,করিয়াছি তার তরে,
জন্ম হয়েছিল তোমার জন্য এই ভেবে সে মরে,
পৃথিবীতে কত আপন কিছু রহি আঁকড়ে ধরে,
কোন কিছুই তো থেমে থাকেনি, চলে আপন মনে।


ইংরেজি বিভাগের শিক্ষার্থী 
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

No comments: