Tuesday, June 4, 2019

ক্ষুধার্ত ভিক্ষুক "কবিতা_____ কবি পারভেজ অালী

ক্ষুধার্ত ভিক্ষুক 


_____পারভেজ অালী [০৩/০৬/১৯]


একদা দুয়ারে অাসিয়া চাইলো ভিক্ষা
এক অসহায় ক্ষুধার্ত ভিক্ষুক,
পেটের জালায় ছুটে বেরায় সে~
মানুষের দরজায় ;
ক্ষুধার জালায় মা বলে ডাক দেয়
খাবারের অাশায়।
পেটে ক্ষুধা নিয়ে হাজির হয়েছে
ছুটে চলেছে মানুষের দুয়ারে
ক্ষুধার জালায় সে ~
হাত পেতে বেরায় মানুষের দরজায়।
দয়া যদি করো মা অামায়
তবে পেট ভরে খেতাম অামি -
দয়া যদি হয় মা তোমায়।
ভিক্ষুকদের নিয়ে অনেকেই তো ভাবে
কিন্তু গুটিকয়েক লোক ~
তাদেরকে কিছু অর্থ দান করে;
তোমার পেটে তো নেই ক্ষুধা ~
তবে বুঝবে কিভাবে গরীবদের ক্ষুধা;
তোমরা খাও অাপত্তি নাই
কিন্ত ভিক্ষুকদের পেটে লাথি কেন?
তাদেরকে দেখে মুখ ফিরাও কেন?
দরজায় এসে হাত পাতলে তারা,
তাদেরকে ধিক্কার দাও কেন?
থাকো তো ৫তলা অট্রলিকায়
ঘুমাও তো দামি দামি সোফাখাটে
তারা তো ঘুমায় রাস্তার পাশে,
কষ্ট করে দু'বেলা খেয়ে তারা বাঁচে;
বুঝবে কি তাদের কষ্ট তুমি?
বুঝবে কি তাদের পেটের জালা?
দু'মুঠো খাবারের জন্য ~
মানুষের দরজায় ছুটে চলে তারা।
কত খাবার নষ্ট করো তুমি
কত খাবার ডাস্টবিনে ছুরে ফেলো,
একবার কি সেই ক্ষুধার্ত ~
মানুষগুলোর কথা ভাবো?
তাদের পেটে যে অাছে ক্ষুধা~
একবার কি তুমি ভাবো?
যাদের পেটে ক্ষুধা নেই
তাদের তুমি খাইতে বলো
কিন্তু দারে দারে ছুটে চলা-
ক্ষুধার্ত সেই ভিক্ষুকটির কথা তুমি কি ভাবো?
দানের সময় তো তাদের দেখে~
মুখ ফিরায়া থাকো,
একবার কি তাদের কথা ভাবো?
---------------------------------------------------------
মোঃ পারভেজ অালী
ইংরেজি বিভাগ, ২য় বর্ষ;
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।

No comments: