Tuesday, June 11, 2019

পারভেজ আলীর কবিতা



"রক্তভেজা জামা "

_____পারভেজ অালী [০৭/০৬/১৯]

বিস্তারিত:  www.banglasahittos.blogspot.com



দূরে -অদূরে, বহুদূরে
দেশকে বাঁচানোর জন্য ~
ঝাঁপিয়ে পরেছিলাম মুক্তিযুদ্ধে;
ঘাতকের বুলেটে'র অাঘাতে-
ছন্নছাড়া হয়েছিল বুকটা,
রক্তে ভিজে গেছিল ছোট ভাই'র জামাটা।


ঘুম নেই, চোখে ঘুম নেই মায়ের
ঘরের বাইরে দাঁড়িয়ে অাছে মা অন্ধকারে
এক পলক চোখে'র দৃষ্টিতে চেয়ে অাছে~
সেই মা জননী অামাদের দিকে;
কোন দিকে থেকে না জানি মিলিটারি ঢুকে পড়ে,
তাই মা জননী অামার দাঁড়িয়ে আছে -
ঘরের বাইরে অন্ধকারে।


২৬ই মার্চে, বঙ্গবন্ধুর ডাকে -
ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে;
দেশের তরে, মায়ের ডাকে-
দেশকে বাঁচানোর জন্য অস্ত্র ধরেছিলাম।


পাকিস্তানি রাজাকারদের হাত থেকে -
অামার ধর্ষিতা মা-বোনদের মুক্ত করেছিলাম;
সারা শরীরটা ভিজে গেছিল তখন রক্তে অামার।


কত পরিবারকে অসহায় করেছিল তারা
কত মায়ের বুক থেকে সন্তানদের ছিনিয়ে নিয়ে-
মায়ের বুকটা খালি করেছিল তারা,
কত মা-বোনদের ধর্ষন করে-
এ রক্তমাখা অবস্থায় ফেলে গেছিল রাজাকারেরা;
ঘাতকদের বুলেট'র অাঘাতে-
ছন্নছাড়া করেছিল মায়ের বুকটা;
ছেলের রক্তে ভিজে গেছিল মায়ের জামাটা।


মাকে রেখে ঘরের বাইরে -
ছুটে গেছিলাম যুদ্ধে,
অস্ত্র হাতে মাথা উঁচু করে ~
পাকিস্তানি রাজাকারদের বিরুদ্ধে -
তুলে নিয়েছিলাম অস্ত্র হাতে;
বঙ্গবন্ধুর ডাকে, ২৬মার্চ রাতে-
ঝাঁপিয়ে পড়েছিলাম মুক্তিযুদ্ধে।


সেই পাকিস্তানি হানাদার বাহিনী'রা -
রক্তাক্ত করেছিল অামার মা-বোনদের,
জীবন'কে বাজী রেখে ঝাঁপিয়ে পড়ছিলাম -
মোরা মুক্তিযুদ্ধে।


রক্ষা করেছিলাম অামরা ~
শত শত মা-বোন দের।


কত নির্যাতন করেছিল তারা অামাদের,
যুদ্ধে শেষে বিজয় ছিনিয়ে এনেও -
ফিরে যেতে পারিনি মায়ের কোলে,
কি জবাব দিবো মাকে বলে?


অবশেষে রক্তমাখা ভায়ের জামা নিয়ে ~
ফিরে এসেছিলাম অামার মায়ের কোলে।


কষ্টে অর্জিত অামাদের এ স্বাধীনতা
৩০ লক্ষ্য জীবন দিয়ে গড়ে তুলেছি~
রক্তভেজা এ সোনার বাংলা,
তাই তো বিশ্বের বুকে মাথা উঁচু করে-
দাঁড়িয়ে আছি এখন অামরা;
শত শত রক্ত দিয়ে অামরা অর্জন করেছি-
এ লাল-সবুজের বাংলাদেশ টা।


__________________________________
মোঃ পারভেজ অালী
ইংরেজি বিভাগ, ২য় বর্ষ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা।

No comments: