ভালোবাসার বয়স হয় না
লেখাঃশেখ শাহরিয়ার হোসেন সজীব
বিস্তারিত : www.banglasahittos.blogspot.com
সেদিন সবে বরষা থেমেছিলো, কেমন যেন ঠান্ডার আবেশ চারিদিকে,
বলেছিলো তার হাতটি ধরে, ও কাজল চোখের মেয়ে তুমি আমার হবে?
মেয়েটি লাজে মুখ ঢেকে মুহুর্তে দৌড়ে পালিয়েছিলো
পেছন থেকে ছেলেটি তার পানে বিমুগ্ধ নয়নে চেয়েছিলো
কি উচ্ছলতা মেয়েটির মাঝে, তার প্রতিটা কথায় যেন কানে বাজে
আজ চল্লিশ বছর কেটে গেলো তার সেই কাজল চোখের মেয়েটির সাথে ।
কমতি হলোনা তার ভালোবাসার, দিনে কিনবা হোক রাতে
মেয়েটির চামড়া বেশ খানিক ঝুলে পড়েছে, চোখেতে ঝাপসা দৃষ্টি
তবুও তার দিকে তাকালে যেন দেখতে পেতো সে খোদার অপরূপ সৃষ্টি
কে বলে বুড়ো মানুষের মনে ভালোবাসার রেশ রয় না?
ছেলেটি চিৎকার করে বলে উঠলো, "ভালোবাসার বয়স হয় না"।
No comments:
Post a Comment