Monday, June 3, 2019

রিফাত ফাতিমা তানসি কবির কবিতা



শূন্যগর্ভতা

--------------

কবি- রিফাত ফাতিমা তানসি


            একফালি ভাসন্ত চাঁদ করতে গিয়েও বায়না:
হলো নিবৃত্ত, কী জানি; থমকে!
             বন্ধনহীন পানকৌড়ির ইটিশপিটশ,
সে ও কি করছে আগেরই মতোন দৌড়ঝাপ;
অশান্ত ঠোকাঠুকি!
              শাদা-কালোয় আবৃত বিনিদ্র ডাহুকেরা আঁখি মেলে চায়, ফিরে ফিরে একটু চমকে; চমকে!
               রোদ্ররা আজ করছেনা স্নান,
               হলোনা হেসে কুটিকুটি-
               মেঘের ওপারে মেঘ জমেছে
               দেখছে অপার ভ্রুকুটি!
পত্র-পাপড়ি হুড়মুড় করে
ভেঙে যায় উন্নাসিক ছন্দে,
হৃষ্টপুষ্ট রূদ্রমূর্তি ধারণ করিছে, সে কবে গো!
অসহায় টমেটো মাখানো
ওষ্ঠ দুখানার মালিক তোতা;
চেয়ে আছে অনিরুদ্ধ
খাঁচার বাহির কন্ধে...
পাগলা সাগলা ঘুড়িটিও আজ:
বেভুল ঘোরে ঘুরতে ঘুরতে কোথায় যেন আটকে গেছে,
আর ফিরে আসেনি!
সাম্পানের ভিশতিওয়ালারা
ঘামঝড়ানো,
কিছুটা কর্দমাক্ত;
হাকডাকে
আত্মনিমগ্ন...
কিন্তু,
হায়, হায়!
কোথাও কারও নেইকোনো তাড়া
কিংবা ক্ষণিক হুড়োহুড়ি;
সবের মাঝে
কী অদ্ভুত!
কী অদ্ভুত!
এক আসমান শূন্যতা!
এক সমুদ্র স্তব্ধতা!
বড্ড অসময়ে গেলে চলে;
বড্ড অবেলায় দিলে নিজেরে হেলে!

No comments: