---------------
কবিতার নাম - জামাইষষ্ঠী
--------------------------------
কবি - কাব্যভারতী কবি রূপালী গোস্বামী
বিস্তারিত : www.banglasahittos.blogspot.com
----------------------------------------------------
অফিসার জামাইয়ের কদর বেশী,
কেরানির কিছু কম,
বেচারা পিওনের কল্কে পেতে,
হয় যে হতদ্যম।
ইঞ্জিনিয়ার জামাইয়ের পায়া ভারী,
ডাক্তারের খাই অনন্ত,
পুলিশ, আমলাদের যাবে না ছাড়া,
তারা নাকি লক্ষ্মীমন্ত।
আবার জামাই যদি হয় উঠতি কোন নেতা,
তুলনা তার নাই,
মন্তী হলে আরো ভালো,
দুহাত ভরা কামাই।
একটা প্রশ্ন তবে করি,
মেয়েদের এই বঞ্চনা কেন এখনো?
নেই কেন কোন বউ ষষ্ঠী,
ভেবে দেখেছো কি কখনো ।।
-----------------------------------
No comments:
Post a Comment