কবিতা :- ষষ্ঠীতে জামাই আদর
কবির নাম :- অরিন্দম দাস
(তারিখ :- ০৮/০৬ /২০১৯)
____________________________
বিস্তারিত : www.banglasahittos.blogspot.com
মেয়ের দিয়েছে বিয়ে,
পেয়েছে ভালো জামাই।
কর্তা-গিন্নি বেজায় খুশি,
আনন্দের তো সীমা নাই।
মেয়ের সঙ্গে জামাই
আর নাতি ও নাতনি।
তাদের নানা আবদার
সাথে দুষ্টু মিষ্টি চাহনি।
ঐ দিন সকালে সক্কলে
এসে গেছে তাড়াতাড়ি।
জামাই-মেয়ের দু'হাতে
ফল, দই-মিষ্টির হাঁড়ি।
বছরে তো একবারই
করবে জামাই ষষ্ঠী।
যত পারবে তত খাবে,
যতক্ষণ না হয় মনতুষ্টি।
শাশুড়িমার উপোস বটে,
করেছেন তিনি সব রান্না।
খাবার যেন হয় মনপসন্দ,
এটাই তাঁর বিশেষ ভাবনা।
মাংস-মাছের এত পদ,
ফল-মিষ্টি-দই-সন্দেশ।
এসব চেটেপুটে খেতে,
আহা! লাগে তো বেশ!
ভুঁড়িভোজে তো সবার
খাবার করবে সাবার!
জামাই দেবে শাশুড়িকে
বেশ এক দামী উপহার।
এত আদর জামাই
পাবে আর কোথা?
বিয়ে না করলে তবে
জীবনটাই তো বৃথা!
____________________________
No comments:
Post a Comment