Saturday, June 8, 2019

ওপার বাংলা ​ (কবিতা) - শুভ জিৎ






ওপার বাংলা
​        - শুভ জিৎ

বিস্তারিত : www.banglasahittos.blogspot.com


​পদ্মা নদীর বিস্তৃত দুই পাড়,
​কখনো সমুদ্র সম ঢেউ, 
​ঝাউ বনের শান্ত শীতল হিমেল বাতাস, 
​পূর্ণিমার রাতের কল কল শব্দের সাথে মাঝির ডাক,
​দূরে,  বহু দূরে ভেসে বেড়ানোর অক্লান্ত প্রয়াস,
​কখনো হিমেল ভোরের নেশা ধরানো খেঁজুড়ের রস,
​কখনো পাখিদের কলরব, 
​কখনো মুক্ত জীবনের শিকল ভেঙে উড়ে যাওয়া,
​সূর্যের নব রবের লাল স্পর্শ,
​রাতে চাঁদের স্নিধ আলো,
​মাঠ-মাঠ শুধু সোনালী ধানের কল্লোল, 
​কিংবা নবান্নের উৎসব মুখর হাসি মুখ, 
​পাহাড়িয়া সুরে বাঁশি বাজানো রাখালের দল,
​আর কাঁধে লাঙল নিয়ে এগিয়ে চলা বলদের হাক,
​হাজারো ছাত্রের মাঝে এক নতুন পরিবর্তনের ডাক,
​উত্তাল শুধু একটি ভাষার তরে,
​কত কথাই না শুনেছি তার কাছে,
​সোনার বাংলার নানা রং আর নানা রূপ।
​ইছামতীর তীরে দাঁড়িয়ে তোমার রঙে নিজেকে রাঙানোর মতলব, 
​আর প্রেয়সীর রূপ বর্ণনায় তোমাকে খুঁজে নেওয়া। 
​শত কোটি গল্পের ভিড়ে সেই সোনালী ধানের কল্লোল,
​আর পাহাড়িয়া বাঁশির সুরে মাতোয়ারা হয়ে যাওয়া,
​পূর্ণিমার রাতে কল কল পদ্মার সমুদ্র সম বেশ, 
​হারিয়ে যেতে চাই এমন দেশে।
​প্রেয়সীর কথায় খুঁজে পাওয়া আরেক না দেখা প্রেয়সী,
​রূপের লালসায় হেরিবার এক অদম্য ইচ্ছে, 
​এপারে থেকেও এক দুর্নিবার স্রোত টেনে নিয়ে যেতে চায়,
​এক সোনার বাংলায়, ওপার বাংলায়।
-----------------------------------------------------------------------------
শুভ জিৎ
​আসল নাম শুভজিৎ পাত্র, জন্ম ১৯৯৭ সালের এপ্রিল মাসে, কলকাতা লাগোয়া কল্যাণী শহরে। ছোট বেলা থেকেই বিভিন্ন সাহিত্যের অলিগলিতে বিচরণ। কিছু অনামী প্রচেষ্টা ভিত তৈরি করলেও এক বিশেষ মানুষের কারণে সাহিত্যের মূল কর্মকান্ডে যুক্ত হওয়া। কিছু গল্প আর কিছু কবিতা নিয়ে পথ চলা। শুভঙ্কনা, ইত্রিকা, একটুখানি বিষ, স্বপ্নের ক্যানভাস, বিবাহ কি??, অন্য এক অনুভূতি প্রভৃতি উল্লেখযোগ্য সৃষ্টি। 

No comments: