Monday, May 27, 2019

জৈষ্ঠের_সূর্য # লিখক : শেখ শাহরিয়ার হোসেন






জৈষ্ঠের_সূর্য 

#লিখাঃশেখ শাহরিয়ার হোসেন


জৈষ্ঠের সূর্য, তুমি কি একটু ঠান্ডা হতে পারোনা?
কিসের উপর এত রাগ তোমার, ধুত ছাই এবার একটু ছাড়না।
তখন তুমি বললে হেসে কিঞ্চিত, "রাগ কি আমার সত্যিই আছে?"
করো তোমরা নিজেরে প্রশ্ন, এ উত্তর যে তোমাদের কাছে।
তাই তো, ঠিক বলেছ হায়!
গাছ লাগানো ছাড়া যে বাঁচার কোনো উপায় নাই।
শেষ পর্যন্ত ভাগ্নে মানলে কি তবে?
বল দেখি তোমাদের বাড়তি গরম দিলাম কবে?
তোমরাই তো গাছ কেটে করছ নিজেদের ক্ষতি,
কখনো কি ভেবে দেখেছ গাছ না থাকলে কি হবে তোমাদের গতি?
পরিবেশের তাপমাত্রা সেদিন ধীরে ধীরে যাবে বেড়ে
আমার দগ্ধতাপ নিবে সেদিন তোমাদের প্রাণবায়ু কেড়ে।
তাই বলছি ভাগ্নে না দিয়ে আমায় দোষ
আশেপাশে তোমার লাগাও গাছ "বাচাও পরিবেশ"