Monday, May 20, 2019

(রজনীগন্ধা) শাকিল আহমেদ




    (রজনীগন্ধা)

                শাকিল আহমেদ


রজনীগন্ধার রেশ সব  উৎসবে থাকে না!
কারো বিদেশি মদে নেশা জাগে, শত শত চায়ের কাপ আঙ্গুল ফসকে  ভাঙে।
প্রকৃতি বোবাকালা আর বোবাকান্নায় রয়।

কারো মস্তিষ্ক শরীরকে সিগন্যাল দেয় তুই মদ্যপ তুই মদ্যপ-
কারো দেশি মদে শরীর কম্পন ধরে, তবু বিদেশির স্বপ্নে ঘোর কাটে না।

কারো নিশি-রাত্রি অবধি কফির টেবিলে অর্ডার আসে মদের, সিগারেটে আগুন থাকে না! 
মস্তিষ্ক জানান দেয় তুই মদ্যপ।

কারো বিয়ে বাটীর প্রচীর ঘিরে শত বছরের পূর্ণতা নামে অকল্পনীয়তার রেশ ধরে।
কারো আসে এক ঝাঁক মদে নিমন্ত্রণ,
কারো রজনীগন্ধা আর রজনীগন্ধা।

কারো অন্তরীক্ষে বেদনা নামে-
তনয়া হাসতে হাসতে পালিয়ে যায়! 
মদের বোতল ছুঁড়ে মারে, 
কাজলের মায়া ছুটে পালায়, তবু রজনীগন্ধা নামে না।

৪/৭/২০১৭

No comments: