Monday, May 20, 2019

গীতিকার : পঞ্চানন মল্লিক




বঙ্গবন্ধুর স্মরণে গান:



বিষয় : বঙ্গবন্ধু (সাবেক রাজনীতিবিদ ভারতীয় উপমহাদেশ)

গীতিকার : পঞ্চানন মল্লিক

{রেডিও নলতা (F.M -99.2) }


আমার একাত্তরের পরে জন্ম বাবার  মুখে শোনা,
(বাঙালি) যুদ্ধে গিয়েছিল শুনে বঙ্গবন্ধুর ঘোষণা।।
খানসেনারা ঘর পোড়ালো বোনকে নিল তুলে,
তবু ওরা যায়নি কোথাও যুদ্ধ করা ফেলে।
বঙ্গবন্ধুর আদেশ নিয়ে বুকে,
ঘায়েল করল শত্রুসেনা।।
বঙ্গবন্ধু রাজনীতিতে ছিলেন আদর্শের সৈনিক,
শ্রদ্ধাভরে তাইতো তারে মোরা স্মরি যে দৈনিক।
(এই) উপমহাদেশ বা বিশ্বমাঝে,
তাঁর নেই তো কোন তুলনা।।





ঠিকানা : সুন্দরবন কুরিয়ার সার্ভিস
   পাইকগাছা পৌরসভা শাখা
খুলনা

No comments: