Saturday, May 11, 2019

দুঃখ দিয়ে আঁকি তোমার নাম ------------------------------------ তারিক-উল ইসলাম




শুফম সাহিত্য পত্রিকা 





কবিতা

.....................................................................

দুঃখ দিয়ে আঁকি তোমার নাম
------------------------------------
তারিক-উল ইসলাম








চোখের জলে বিস্তৃত হয় ছবি,
দুঃখ দিয়ে আঁকি তোমার নাম।
পুড়তে থাকে বসতবাড়ি গ্রাম,
মেঘ পালঙ্কে ধোঁয়ার কুণ্ডলী।
নদীর ওপর পুড়তে থাকে পাখি,
জলের ওপর ভাসতে থাকে ছায়া।
পালক এবং ভস্ম-ডানা ওড়ে,
ছড়ায় জলে, জলই যেন পোড়ে।
‘বাড়ির কাছে আরশি নগর’ জ্বলে,
হয় না তবু তোমার কাছে যাওয়া।
আকাশ আমার বন্দী দিনের সখা,
দুঃখ দিয়েই আঁকি তোমার নাম।
#

No comments: