শুফম সাহিত্য পত্রিকা
অপেক্ষা
কাজী জুবেরী মোস্তাক
ঠিক আছে তবে তুমি চলে যাও ;
এ দু'চোখ অপেক্ষাতেই থাক তুমি যেতে পারো ,
এক আকাশ ছেড়ে দিলাম ;
ছেড়ে দিলাম এক পৃথিবীটাও
যেখানে ইচ্ছে তুমি চলে যেতে পারো ।
এ দু'চোখ নিয়ে অপেক্ষায় রবো ;
ঘৃণার মাঝেও ভালোবাসার দ্যুতি থেকেই যায় ,
তেমন করেই বিশ্বাসটুকু আবারও সঞ্চয় করে রেখে দিবো
শুধু তোমার ফিরে আসার অপেক্ষায় ।
মানুষ চলে যায় জেলখানা ঠিকই দাঁড়িয়ে রয় ;
আমিও দাঁড়িয়ে থাকবো তোমার ফেরার অপেক্ষায় ।
কাজী জুবেরী মোস্তাক
নাটোর
মুঠোফোন ০১৭১১০৫৪১০৬
No comments:
Post a Comment