চেতনায় বঙ্গবন্ধু আহমাদ কাশফী
আসুক সাইমুম, সাইক্লোন, কিম্বা টর্নেডো
ভয় নেই, আমাদের আছে এক বঙ্গবন্ধু।
কালবোশেখির উত্তাল, বিধ্বংসী বজ্রপাত!
ভয় নেই, আমাদের আছে এক বঙ্গবন্ধু।
কালবোশেখির উত্তাল, বিধ্বংসী বজ্রপাত!
আমরা ভয় করি না'ক, করি না ভয়
হোক গ্রেনেড, বুলেট,বিধ্বংসী বিমান কিম্বা জাহাজ!
আমরা ভয় করি না'ক, করি না ভয়
জেগেছি যে মুজিবীয় চেতনায়।
হোক গ্রেনেড, বুলেট,বিধ্বংসী বিমান কিম্বা জাহাজ!
আমরা ভয় করি না'ক, করি না ভয়
জেগেছি যে মুজিবীয় চেতনায়।
আমাদের পূর্ব পুরুষদের বোধও বিশ্বাস।
সাত কোটি বাঙ্গালির কেবল একটি চেতনা!
বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলা!
হিংসুকেরা চায় নি তা
বিধায়, করল কলঙ্কের কালো অধ্যায় রচনা।
বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলা!
হিংসুকেরা চায় নি তা
বিধায়, করল কলঙ্কের কালো অধ্যায় রচনা।
আজ উদ্যানে নেমে এসেছে শূন্যতা
জানি,উদ্যান পাবে না কভু পূর্ণতা
তাইতো কবি বলেছে,
সহস্র বছর বাঙ্গালির তপস্যায় একজনই জন্মায়, একজনই।
জানি,উদ্যান পাবে না কভু পূর্ণতা
তাইতো কবি বলেছে,
সহস্র বছর বাঙ্গালির তপস্যায় একজনই জন্মায়, একজনই।
বীরত্ব, কৃতিত্ব, দুঃসসাহসিকতায়,
বলিষ্ঠ কন্ঠের হুংকারে
আজো খুঁজে ফিরি তোমাকে।
বলিষ্ঠ কন্ঠের হুংকারে
আজো খুঁজে ফিরি তোমাকে।
আসবে না জানি আমাদের ভূবনে কভূ
কীর্তি তোমার সাহস করিবে সঞ্চার তবু।
কীর্তি তোমার সাহস করিবে সঞ্চার তবু।
No comments:
Post a Comment