Saturday, May 11, 2019

ছোট্ট গ্রাম মাহাথির মোবারক

ছোট্ট গ্রাম


মাহাথির মোবারক





আমার ছোট্ট গ্রামটি গিরা সবুজ শ্যামল বাগানে
পুলকিত মনে আমি থাকিয়ে
থাকি অবাগ করা নয়নে
চতুর দিকে জিরি জিরি বাতাস আর প্রাণ ভরা আনন্দের ঢেউ সে কি এক মুগ্ধতার সমহার জানে না তো কেউ।
ছোট্ট গ্রামেই জন্ম আমার ছোট্ট গ্রামেই বেশ
এ গ্রামেই বেচে থাকতে চায় আমি এখানেই হতে চায় শেষ।

No comments: