সৃষ্টির স্রষ্টা আল্লাহ্
(রাকিবুল ইসলাম রকি)
সৃষ্টির স্রষ্টা আল্লাহ্ মহান
তিনি সবার মালিক ।
সকল জীবের রিজিক মিলান
তিনি'ই আল্লাহ্ খালিক।
তাঁর হুকুমে সবকিছু যে
নিয়মিত চলে।
হুমুক তরফ করে মানুষ
যাচ্ছে যে বিফলে।
কি জবাব যে দিবে মানুষ
কবর ঘরে গিয়ে ।
ভালো'ই হতো ভাবতো যদি
এসব বিষয় নিয়ে ।
মন্দ কাজে কেউ আর এত
পড়তো বা জড়িয়ে।
মানুষ তবে ভালো হতো
ন্যায়নীতি ধরিয়ে ।
আল্লাহ্ মোদের সত্য পথে
জীবন চালায় দিও।
মুমিন করে মরণ দিয়ে
জীবন তুলে নিও।
এক রকি
শুভ সকাল০৭:৩০মি.
১৩-০৩-২০১৯
আমার দোয়া
(রাকিবুল ইসলাম রকি)
০৫-০৪-১৯
আল্লাহ্ আমি দোয়া করি
তোমার পথে থেকে ।
আল্লাহ্ আমি নামাজ পড়ি
তোমার দয়া এঁকে ।
আল্লাহ্ তোমার দয়া বড়
অত্যাচার দাও ঢেকে ।
আল্লাহ্ তুমি মুক্ত কর
জালিম শাসন থেকে ।
আল্লাহ্ আমার নামটা লেখো
শহিদ দলের মাঝে ।
আল্লাহ্ আমায় ভালো রেখো
সকাল দুপর সাঁঝে।
আল্লাহ্ আমার জ্ঞান বাড়ে দাও
দ্বীনি ঈমান দিয়ে।
আল্লাহ্ আমায় সুপথ দেখাও
এক মুমিন বানিয়ে ।
আল্লাহ্ আমার মনটা থেকে
খারাপ ভাবনা সারাও।
আল্লাহ্ আমার নামটা দেখে
দয়ার দৃষ্টি বাড়াও ।
ভাগ্যের পরিহাস
(রাকিবুল ইসলাম রকি)
আল্লাহ্ চাইলে সব'ই পারেন
তাঁর ইচ্ছেতে'ই সব হয়।
তিনি'ই দেন সম্মান, লাঞ্ছনা,
রিজিক, জয়-পরাজয় ।
কখন যে কার সম্মান আসে ?
আল্লাহ্ ভালো জানে ।
সম্মান হারায় দোষে ফাঁসে,
তাই ভয় রয় এখানে ।
বিনা দোষে অপরাধী
ভাগ্যের'ই পরিহাস ।
দোষ করেও নির্দোষ সাজে
কোন দেশে করি বাস ?
ক্ষমতার যে দাপট ভীষণ
জেল-জুলুম, নির্বাসন ।
বিচারের নামে প্রহসন
প্রতিহিংসার শাসন ।
মুমিনরা পরিক্ষা দিবে,
এখন ধৈর্যের বাঁধ ঢিল্ ।
কত যে পরীক্ষা নিবে ?
পাশ করা মুশকিল ।
ওগো আল্লাহ্ সাহস দিয়ো,
ধৈর্যধারণ করতে ।
সত্যের পথে জীবন নিয়ো,
স্ব-সম্মানে মরতে ।
,,, এক রকি, ১৯-০৪-১৯
শুভ সকাল০৬:৩০মি.
জিহাদি এক মুজাহিদ
রাকিবুল ইসলাম রকি
এই জীবনে প্রতিক্ষনে
কোন পথে ঠিক চলি?
পাপ এড়িয়ে ন্যায় ধরিয়ে
সত্য কথা বলি ।
সত্যের সৈনিক সেযে নির্ভীক
সংগ্রাম করিবে তাই,
সত্যে হার- জিত এক মুজাহিদ
জিহাদ ধরিতে চাই
পাপি লোকজন নিখিল ভুবন
দখল করিছে আজ ।
পাপিষ্ঠের দল ক্ষমতার বল
গ্রাস করিয়া যমরাজ।
পাপিদের কাজ রুখিতে আজ
জিহাদ সরূপ বইতে,
হইবো শহীদ খুঁজিব নীদ
জান্নাতবাসী হইতে ।
,,,এক-রকি
১৮-০২-০১৯
শুভ সকাল
০৭:৩০মি.
মুসলমান হয়ো সাবধান
রাকিবুল ইসলাম রকি
হে মুসলিম কর তসলিম
আপন ধর্মেকর্মে
নেই লাজশারমে অন্য ধর্মে
গুণগান কোন মর্মে ?
দিন দুনিয়ার সব কাজ কারবার
করো একে একে।
শ্রেষ্ঠ দ্বীনে তাই রঙ্গিনে
সঠিকভাবে থেকে,
মুসলিম তুমি ইসলাম চুমি
দ্বীনের পথে থাকবে।
দিব্যধামে আল্লাহ্ নামে
সত্যের দিকে ডাকবে।
সত্যপথ চাই নিশানা তাই
ইসলাম ধর্মে"ই রবে,
হে মুসলমান কি গুণগান
দেবদেবীর নাম তবে?
মানো হেব্বি সেই দেবদেবী
এখন হয়ো সাবধান।
পূজাপার্বণ দেখো যখন
তুমি কেমন মুসলমান?
আয়ু শেষে মরণ দেশে
কষ্ট পাবে বর্মে ।
ইসলামে রও সতর্ক হও
ধর্মীয় কাজকর্মে ।
,,, এক রকি
রাত ১১:৩০মি.
২২-০২-০১৯
না ফেরার দেশ
( রাকিবুল ইসলাম রকি )
প্রিয়জন চলিয়া যাইবে
না ফেরার দেশ যখন ।
অশ্রু ফেলিয়া কাঁদিবে
আপনজনরা তখন ।
মায়ার বাঁধন ছিন্ন হইবে
থাকিবেনা আর জান ।
বাঁচিয়া থাকিতে এখন
দ্যাখ্ আমলনামা মান ।
তুমিও একদিন সেই দেশে
পথযাত্রা করিবে ।
চলিয়া যাইবা, ফিরিবে না
তাই তব স্মরিবে ।
যে যায় সে চলিয়া যায়
ফিরিবার কথা নাই ।
আমলনামা স্বীয় সম্বল
লইয়া যাইবে তাই ।
ভাবিয়া দেখো আপনার মন
জান্নাত চাহে কিনা ।
কিভাবে সেই জান্নাত যাইবা
সহিহ্ আমল বিনা ?
হঠাৎ একদিন আসিবে সেই
না ফেরার দেশের ডাক ।
সব ছাড়িয়া যাইবে সেথায়
স্বজন হারা নির্বাক ।
সময় থাকিতে গুছিয়ো
আমলনামার ডালি ।
যাইবার কালে তাহা লইয়ো,
যাইয়ো না ফির খালি ।
অনুশোচনা করিয়া
না ফেরার দেশ যাইতে ।
হিসাব আগেই মিলাইয়া নাও
সুখের জান্নাত পাইতে।
,,, ১.রকি
রাণীর বন্দর, চিরির বন্দর,দিনাজপুর,
শুভ সকাল০৭:০৭মি.
২৯-০৩-১৯
♦ফজরের নামাজ♦
(রাকিবুল ইসলাম রকি)
মুয়াজ্জিনের আযান
ভোরবেলা আসে ।
কানেকানে সুমধুর
সেই ধ্বনি ভাসে ।
নামাজটা আগে পড়ো
ছাড়ো ঘুমে ঘোর ।
ঘুমে থেকে যে সময়
কেটে যাচ্ছে তোর ।
মিথ্যা,দ্বেষ ও অন্যায়
যত মন্দ কাজ,
এসব থেকে বিরত
নামাজি সমাজ ।
প্রতিদিন দুনিয়াবি
কাজে ব্যস্ত থাকো ।
নামাজের সময়টা
খেয়াল কি রাখো ?
দিনেরাতে নামাজটা
পাঁচবার পড়ো ।
এ সমাজে নামাজটা
প্রতিষ্ঠিত করো ।
অলসতা করিয়ো না
নামাজ পড়তে ।
নামাজ যে মুক্তিকামী
কবর ঘর তে ।
বেনামাজি হয়ে সেথা
কোন মুক্তি নাই।
বেহেশত পেতে হলে
চাবি যে এটাই।
সকাল ০৫:০৫মি.
২৯-১১-১৮রকি
আহবান
রাকিবুল ইসলাম রকি
ও মুসলমান,
গাও গুণগান
রবকে ভালোবেসে ,
আল্লাহ্ মহান
মাফ করবেন দান
খুশি হয়ে শেষে ।
শেষ ভালো যার
সব ভালো তার
ভালো কাজে ধরো ।
রবের শাণে
ভালো মানে
ইসলামি কাজ করো ।
ইসলাম যথা
শান্তি তথা
ইহকাল পরকাল ।
ইসলাম ছাড়া
মরবে যারা
তাদের হবে বেহাল ।
সময় থাকতে
রবকে ডাকতে
করো না আর হেলা ।
মরণ এখন
হঠাৎ কখন
আসলে বুঝবে ঠ্যালা ।
মুসলিম ঘরে
জন্ম করে
ধন্য হলে এমন,
ঈমান গড়ে
মরার পরে
কবর ঘরে গমন ।
ak roki
04-04-2019
সাহিত্যের ভুবন সংগঠনে ০৪-০৪-২০১৯
দৈনিক সেরা কবিতা নির্বাচিত হয় এটি
No comments:
Post a Comment