চঞ্চলা হরিণী
অজিত কুমার কর
হরিণী চঞ্চল
এখানে কোথাও নেই জল।
উত্তপ্ত দুপুর
পদ্মদিঘি, সে তো বহুদূর!
একা কেন যাও
একটু দাড়াও।
ঝনন ঝনন
ভেসে আসে নূপুরনিক্কণ।
মন যেতে চায়
পিছু ফিরে চকিতে তাকায়।
পুষ্পিত অধর
পাহাড়ি নির্ঝর।
***
ড.চঞ্চলা হরিণী
বাহারগ্রাম
পাঁশকুড়া আর এস
পূর্ব মেদিনীপুর ৭২১১৫২
পশ্চিমবঙ্গ, ভারত
No comments:
Post a Comment