চতুর্দশপদী নং ৫ ....ইমামুল কবির......
চতুর্দশপদী নং ৫
....ইমামুল কবির......
যখন কামার্ত হয় কাম কল্পনায়-
আসে কত বিবসনা সম্ভোগ লীলায়।
কিন্তু কভু সে আসে না রচে না শয়ন,
বাহু ধরে ঠোঁটে তার চুম্বন করিনা,
জড়িয়ে, নিতম্ব স্তন মর্দন করিনা-
দেখিনা রতিকুহর করিনা রমণ।
স্বপ্নদোষে আসে কত স্বপন চারিণী -
নানান আসনে করি শৃঙ্গার মিলন,
সিক্ত হয় পরনের শুকনো বসন-
কিন্তু সে হয়নি কভু স্বপন সঙ্গিনী।
যখন সে পাশে আসে, টেনে উষ্ণ বুকে
কৌতুহলী আখি রেখে তাহার নয়নে-
'ভালোবাসি' শতবার পাঠ করি মুখে।
সত্যিই কি ভালোবাসি? সংশয় মনে!
No comments:
Post a Comment